।। আমাদের সম্পর্কে ।।
খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। গ্রামীন জনপদে মনোরম পরিবেশে স্থাপিত একটি সৃষ্টিশীল বিদ্যাপীঠ.১৯৮৪ সালে সার্বিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে সকলের সাহায্য-সহযোগীতায় এর সুশৃংখল শিক্ষা-কার্যক্রম চালু করা হয়। বর্তমানে এ বিদ্যালয়টির রয়েছে একটি আধুনিক কম্পিউটার ল্যাব,৫টি পাঠদান উপযোগী শ্রেণীকক,একটি শিক্ষক মিলনায়তন কক্ষ। কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিভিন্ন কো-কারিকুলাম কার্যক্রমসহ শিক্ষার যথোপোযুক্ত উপকরণ ও আবেগীক বিষয়গুলি সমন্ময় পূর্বক উপযুক্ত পাঠ পরিচালনার বিশেষ পরিবেশ বজায় রাখার জন্য কর্তৃপক্ষ নিবেদিত। আশাকরি, অদূর ভবিষ্যতে বিদ্যালয়টি কাংখিত লক্ষ্য পূরণে সক্ষম হবে।