Date: 19-09-2025

।। কো-কারিকুলাম শিক্ষা ।।

সহ পাঠ্যক্রমিক শিক্ষা সম্পর্কে আমরা অত্যান্ত যত্নবান । আমরা নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা, সংস্কৃতিচর্চা সহ জাতীয় পর্যায়ের নানাবিধ পাঠ পরিক্রমে অংশগ্রহণ করে থাকি। এ সকল কর্মপাঠ আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে যথার্থই কার্যকর। অদূর ভবিষ্যতে শুধী-গুণীজনের পৃষ্টপোষকতায় আমরা আরও বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারব বলে আত্ববিশ্বাসী ।