খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বাঘারপাড়া-যশোর। Mobile:01309115572

Date: 19-09-2025

------।। Student Management ।।-----












------।। শিক্ষার্থী কর্ণার ।।-----

শিক্ষা-সংস্কৃতি ও মানবিক বিকাশ শিক্ষার মুল উদ্দেশ্য। আমরা আমাদের শিক্ষা ও মুল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার সুশৃংখল পরিবেশ বিনির্মানে আমরা সর্বদা সচেষ্ট। আমাদের রয়েছে মেধাবিকাশ গাইডলাইন। শিক্ষা সংক্রান্ত প্রসাশনিক নির্দেশনা সর্বদা পুংখানুপুংখ্য মেনে চলার চেষ্টা করি। শান্তি-শৃংখলা-প্রগতি এরূপ মুলমন্ত্রে আমরা আত্ববিশ্বাসী। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলাম শিক্ষাকর্মের অনুশীলন করি। এতে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উপভোগ করে থাকে। অদূর ভবিষ্যতি, আমাদের শিক্ষার্থীরা দেশ গড়ার কারিগর- এ প্রত্যাশায় আমরা খাজুরা মাখনবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।।